• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

নারী নির্যাতন প্রতিরোধকল্পে ওসিসি কার্যক্রম জোরদার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিপ : নারী নির্যাতন প্রতিরোধকল্পে অনস্টপ ক্রাইসি সেন্টার (ওসিসি) কার্যক্রম জোরদার করার জন্য গতকাল বৃহস্পতিবার পাবনা নাসিং ইন্সটিটিউট হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. ওমর ফারুক মীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. সালেহ মুহাম্মদ আলী, সার্জারী বিভাগের প্রধান গৌতম কুমার ঘোষ, গাইনি বিভাগের প্রধান ডা. শাহিন ফেরদৌস শানু, আবাসিক মেডিকেল অফিসার ও ওসিসি সমন্বয়কারী ডা. মো. জাহিদুল ইসলাম, পাবনা নার্সিং ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ মাহবুবা পারভীন ও ওসিসির আইন কর্মকর্তা শামীমা নাসরিন সোনিয়া প্রমুখ। মতবিনিময় সভায় ওসিসি কার্যক্রমকে জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *