শামীম আহমেদ (সাঁথিয়া প্রতিনিধি) ॥ পাবনার সাঁথিয়া উপজেলা ধুলাউড়ি ইউনিয়নের জনশুমারি ও গূহগণনাকারী সুপার ভাইজার মাঝে বিভিন্ন লিফলেট এ্যাপরন পোষাক ও ছাতা বিতরনের পর গতকাল মঙ্গলবার সকালে জোনাল অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদরাসা হতে র্যালী শুরু করে ধুলাউড়ি বাজার মধ্য দিয়ে ধুলাউড়ি ইউনিয়ন পরিষদ পদক্ষণ করে ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসায় এসে শেষ হয়। র্যালীতে অংশ গ্রহণ করেন অফিসার মোঃ তৌহিদুল ইসলাম আইটি সুপার ভাইজার মো;জাহাঙ্গীর কবির সহ জনশুমারি ও গূহগণনাকারী ও স্ব স্ব সুপার ভাইজার গন অংশ গ্রহণ করেন।