• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

দ. আফ্রিকায় নাইটক্লাবে মিললো ১৭ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকায় একটি জনপ্রিয় নাইটক্লাব থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুন) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর পূর্ব লন্ডনের ক্লাবটিতে তাদের মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। ব্রিগেডিয়ার টেম্বিনকোসি কিনানা বলেন, শহরের কেন্দ্র থেকে প্রায় ৩ কিমি দূরের সিনারি পার্কের ঘটনা সম্পর্কে পুলিশকে জানান স্থানীয়রা। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আমরা কোনও অনুমান করতে পারছি না। কীভাবে তাদের মৃত্যু হলো, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। মৃতদের অধিকাংশই ১৮ থেকে ২০ বছর বয়সী। এ ঘটনায় নাইটক্লাব এবং আশপাশের এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের ঘটনাস্থলে দেখা গেছে। তাৎক্ষণকিভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *