• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  পাবনা র‌্যাব-১২ মহড়া

পাবনা প্রতিনিধি: 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাশকতা এড়াতে ও সাধারণ মানুষের নিরাপত্তার জোড় দার করতে পাবনা র‌্যাব-১২ মহড়া অনুষ্ঠিত হয়ছে। 

 শনিবার (০৬জানুয়ারি) বিকেলে পাবনায় সিপিসি-২ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খানের নেতৃত্বে পাবনা শহরের হামিদ রোড বড় ব্রীজ সংলগ্ন মহড়া পরিচালিত হয়।

এসময় কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করছে র‌্যাব। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে পারে সেই লক্ষে কাজ করছে র‌্যাবের চৌকস টিম।

#

মাসুদ রানা

পাবনা

০৬ জানুয়ারি২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *