মিজানুর রহমান, পাবনা
পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, বিএনপি জামায়াত দেশে অরাজকতা,সহিংসতা ,অগ্নি সন্ত্রাস-নৈরাজ্যের সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। বিএনপি জামায়াতের এই অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সোচ্চার হতে হবে। সবাইকে বিএনপি জামায়াতের সহিংসতার রাজনীতি প্রতিহত করার আহ্বান জানান এমপি প্রিন্স।
শনিবার রাতে দাপুনিয়া ইউনিয়নের জোতআদম রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। কারন আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও শান্তির রাজনীতি করে। আর বিএনপি জামায়াত দেশের উন্নয়ন চায় না,তারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যেতে চায়। তাই দেশে শান্তি বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে দাপুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও সাবেক ছাত্রনেতা সজল পারভেজ এর পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সদস্য ও পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট,তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আঃ রাজ্জাক,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘন্টু প্রমুখ।
পরে সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স দাপুনিয়া ইউনিয়নের নাজিরপুরে ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান
পাবনা প্রতিনিধি