• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

দেশের উন্নয়ন-অগ্রগতি এবং শান্তি রক্ষায় আবারও নৌকায়ভোট দিন


-এমপি মকবুল
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি ঃ গতকাল ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে ফসলের
উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা
বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক প্রদান অনুষ্ঠানে পাবনা-৩ এলাকার সংসদ সদস্য
আলহাজ¦ মকবুল হোসেন এ কথা বলেন। তিনি বলেন, আরযেন ২০০৮ সালে ফিরে
যেতে না হয়। এজন্য নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করুন। দেশ এখন
খাদ্যে উদ্বৃত্ত। রাতে শান্তিতে ঘুমাতে হলে আওয়ামীলীগকেই ক্ষমতায় রাখতে হবে।
সরকার সার এবং উন্নত ধরনের কৃষি যন্ত্রপাতি শতকরা ৫০ থেকে ৭০ ভাগ
ভর্তুকিতে কৃষকদের দিয়ে থাকেন। উপজেলা নির্বাহী অফিসার মোছা: শিরিন
সুলতানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান
বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম হোসেন, পৌর মেয়র খন্দকার কামরুজ্জামান
মাজেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন পরভীন মুক্তি ফরিদপুর ইউনিয়ন
চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি
কর্মকর্তা কৃষিবিদ আল ইমরান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা সমাজসেবা
কর্মকর্তা মো: ইমামুল হক।
মো: আব্দুল মান্নান
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *