• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

দুবলিয়া বাজারে জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল 

পাবনা প্রতিনিধি 

পাবনা সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাদুল্লাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  বিকেলে দুবলিয়া বাজারে ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষীণ করে জিরোপয়েন্ট মোড়ে আলোচনা সভা হয়।

সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবু ইসহাকের সভাপতিত্বে ও সেক্রেটারি মকবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পাবনা-৫ আসনের এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন। 

বিশেষ অতিথি ছিলেন,  পাবনা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রব, ভাড়ারা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর রবিউল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার সেক্রেটারি ইকবাল হোসাইন বলেন, চাত্রদের ঐতিহাসিক এক আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায় হয়েছে। তাদের এই অবদানকে জাতি আজীবন স্বরণ করবে। এই আন্দোলনে অসংখ্য ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে। তাদের আত্মত্যাগের মাধ্যমেই এ বিজয় অর্জিত হয়েছে। এ আন্দোলনে ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে। অনেকে পুঙ্গুত্ববরণ করেছে। হাসপাতালে বেডে শুয়ে মানবেতর জীবনযাপন করছে।  যেহেতু বিগত ১৬ বছর আওয়ামী সরকারের দ্বারা এদেশের মানুষ নির্যািতিত হয়েছে। সব চেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। হাসিনা সরকারের পতনের কারণে দেশের মানুষের মধ্যে স্বস্তির নি:শ্বাস ফিরে আসছে। 

তাই এ বিজয়কে কোনভাবেই হাতছাড়া করা যাবে না। কোথায় কোন হট্টগোল করা যাবে না। কোথায় আগুন দেওয়া যাবে না। লুটপাট করা যাবে না। হিন্দুধর্মের মানুষকে ক্ষতি করা যাবে না। তাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে। সকল মানুষই এদেশের নাগরিক।  সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখতে হবে। ইসলামী আন্দোলনকে বেগবান করতে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। সৎযোগ্য ও দেশ প্রেমিক নাগরিক গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *