• Thu. Oct 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

দুই জনপ্রতিনিধির কান্ড

আনোয়ার হোসেন ॥ পাবনার আটঘরিয়া পৌরসভার বর্তমান নারী কমিশনার সীমা খাতুন দেবোত্তর কন্ডপপুর গোরস্থানের পাশে লিচু বাগানে ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করছে দেদারছে। সীমা খাতুনের সাথে রয়েছে সাবেক ইউপি সদস্য শামেলা খাতুন। জানা গেছে সীমা খাতুনের নামে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। সীমা ও শামেলা মিলে এলাকায় মাদকের রাম রাজত্ব কায়েম করেছে। দেবোত্তর গ্রামের মান্নানের ছেলে মমিন বিভিন্ন এলাকায় তাদের মাদকদ্রব্য সরবরাহ করছে। এদের সহযোগী হিসেবে আরো রয়েছে বাগচী পাড়ার সেলিম মিয়া। নেশার টাকা জোগাড় করতে নেশাখোড়রা প্রতিবেশীর হাড়ি-পাতিল পর্যন্ত চরি করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *