• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

দীর্ঘ ১৬ বছর কেমন কাটলো বি.এন.পি নেতা এম এ হাশেমের

সিয়াম – আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বি.এন.পি নেতাদের ওপর বিভিন্ন সময় ধর – পাকর , মারধর, বাড়ী ভাঙ্গচুর, জুলুম, নির্যাতন, হামলা – মামলা, গুম, খুন, ইত্যাদি অবিচার অনাচার সব সময় আতংকে দিন কেটেছে বি.এন.পি নেতাদের । এমনি একটি জুলুম নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরলেন পাবনার কাঁলাচাঁদ পাড়ার বি.এন.পি

নেতা এম এ হাশেম । এই ১৫ বছরে তিনি বিভিন্ন সময়ে পালিয়ে থেকেছেন । অনেক অনাচার অত্যাচার সহ্য করেছেন – তার মত আরো শত শত বি.এন.পি নেতারা বাড়ীঘর স্ত্রী সন্তান রেখে পালিয়ে থেকেছেন দিনের পর দিন ব্যবসা বানিজ্য বন্ধ রেখে অন্যত্র নির্ঘুম রাত কাটিয়েছে । তিনি এখন আশা করছেন আগামী দিন গুলো যাতে সুন্দরভাবে মানুষ বেচে থাকতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *