আনোয়ার হোসেন ॥ পাবনা সদরের আটমাইল ভবানিপুরের মাদক সম্রাট মতিন মিয়া, দাপুনিয়া ইউনিয়নের দিকসাইলের নাজমুল হোসেন ও তিনগাছা বাবুর বাগানের জিয়া, এই তিনজন মিলে দাপুনিয়ায় মাদক মেলা বসিয়ে দিন রাত অবৈধ বাণিজ্য করে যাচ্ছে। একেকজন একেক রকম নেশা নিয়ে ছুটাছুটি করে বেড়াচ্ছে। মতিনের ইসারায় নাজমুল বিক্রি করছে ইয়াবা, আর জিয়া বিক্রি করছে ফেনসিডিল, দিন শেষে সবাই একত্রে মিলিত হয়ে টাকা ভাগাভাগি করে নিচ্ছে। অনেক সময় এসব টাকা পয়সা ভাগবাটরা করতে গিয়ে নিজেরাই বকা-বাজি, হাতাহাতি, মারামারি করছে। পথ চলতি এক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, ৮০ বছর বয়স হল বাপের জন্মেও এসব নেসার নাম শুনি নাই, এখনকার পোলাপান কি যে খায়ে বাপের সংসার টা নষ্ট করে দিচ্ছে। কিছু বললে বলে যে, আমার বাপের টাকা, তাতে তর কি?