• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

তুর্কমেনিস্তানের কাছে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক ॥ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ই’গ্রুপের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে হারলো বাংলাদেশ। শনিবার (১১ জুন) মালয়েশিয়ার কুয়ালালামপুরের অনুষ্টিত এই খেলায় তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলের ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথমার্ধে একটি করে গোল দেয় দুই দল। তুর্কমেনিস্তানের পক্ষে গোল দুটি করেছেন আন্নাদুরদিয়েউ আলতিমিরাত ও আমানউ আরসলানমিরাত। বাংলাদেশের হয়ে গোলটি করেন মোহাম্মদ ইব্রাহীম। এদিন শুরুতে পিছিয়ে পড়লেও সমতায় খুব দ্রুতই ফেরে বাংলাদেশ। এরপর পাল্টা আক্রমণে নির্ভর করেই খেলছিল তারা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোল খুঁজে পেল না লাল-সবুজ জার্সিধারীরা। উল্টো রক্ষণের দুর্বলতায় গোল হজম করে দলটি। এরপর ফাঁকা পোস্ট পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি টাইগাররা। তাই হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *