• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ডেমড়া কাদরিয়া ত্যাইবিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শামীম আহমেদ (সাঁথিয়া প্রতিনিধি) ॥ পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া কাদরিয়া ত্যাইবিয়া দাখিল মাদরাসায় গতকাল বুধবার সকাল ১০টার সময় অত্র মাদরাসার সুপার মাওলানা আবু তালেব সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্হিত ছিলেন ডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ক্বারী মোঃ ইঊসুফ আলী। মোঃ রেজাউল করিম খোকন মাওলানা আফজাল হোসেন মাওলানা নজরুল ইসলাম মোঃ রুহুল আমিন। বিদায়ী ছাত্র/ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয় ডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা এ ছাড়াও বিভিন্ন গন্যমান্ন ব্যক্তিবর্গগন উপস্হিত ছিলেন। এবং অত্র মাদরাসার বিভিন্ন শিক্ষক/শিক্ষিকা বিদায়ী ছাত্র /ছাত্রীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *