• Thu. Oct 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ডিবিসি’র সংবাদ বিভাগের প্রযোজনা নির্বাহী আব্দুল বারী হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ ডিবিসির সংবাদ বিভাগের প্রযোজনা নির্বাহী আব্দুল বারী হত্যার প্রতিবাদে পাবনায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন পাবনায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *