সংবাদদাতা ॥ পাবনা জেলা যুবমহিলা লীগের কমিটি অনুমোদন করেছেন কেন্দ্রিয় কমিটি। শনিবার বিকেলে ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করে স্বাক্ষর করেছেন কেন্দ্রিয় কমিটির সভাপতি নাজমা আকতার। সংগঠন সুত্রে জানাগেছে ১০ অক্টোবর ২০১৯ সালে সম্মেলনের মাধ্যমে এ্যাড. আরেফা খানম শেফালী কে জেলা কমিটির সভাপতি, আইরিন কিবরিয়া কে সহ সভাপতি, কহিনুে ফেরদৌস কনা কে সাধারণ সম্পাদক, কনক কে যুগ্ন সাধারণ সম্পাদক, আশা কে অর্থ বিষয়ক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়। পবর্তীতে পুনাঙ্গ কমিটি জমা দিলে যাচাইবাচাই করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন কেন্দ্রিয় কমিটি।