স্টাফ রিপোর্টার ॥ পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ। ৬বৎসর পর ব্যাপক উৎসব মুখর পরিবেশে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাফিয়া খাতুন। প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এবং প্রধান বক্তা থাকবেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। সম্মেলনে সম্মানিত অতিথি থাকবেন গোলাম ফারুক প্রিন্স এমপি, এ্যাড. শামসুল হক টুকু এমপি, মকবুল হোসেন এমপি, নুরুজাজামান বিশ^াস এমপি, আহমেদ ফিরোজ কবীর এমপি।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা জানান, মহিলা আওয়ামী লীগ পাবনা জেলা সকল ইউনিট অত্যন্ত সুসংগঠিত সংগঠন। ১৩ জুন সোমবার পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন ব্যাপক উৎসব মুখর পরিবেশে হবে। আগের দিন সম্মেলন স্থলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রের সভাপতি সাধারণ সম্পাদক ও জেলা সকল ইউনিট থেকে শতশত নেতাকর্মী আসবে ফলে সম্মেলন স্থল জনসমুদ্রে পরিণত হবে। সভাপতিত্ব করবেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি এবং সঞ্চলনায় থাকবেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা।
উল্লেখ্য ২০১৬ সালে ১৬ মে সম্মেলনের মাধ্যমে বর্তমান কমিটি গঠিত হয়।