• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার পরিচিতিসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার নতুন কমিটির
পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় এ.আর. কর্ণারে এ পরিচিতি সভা
অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার আহ্ধসঢ়;বায়ক আলমগীর হোসেন আলমের
সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল হকের পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন, যুগ্ম
আহ্ধসঢ়;বায়ক হারিক হোসেন, আবুল বাশার, এম.এ. আজিম, সদস্য আব্দুল্লাহ আল মাসুদ,
আমিনুর রহমান মানিক, আব্দুল্লাহ শেখ প্রমূখ।
এসময় জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার সদস্য কামাল হোসেন, সেলিম হোসেন,
আশরাফুল আলম সুমন, মনিরুল ইসলাম, বিপ্লব চৌধুরী, মতিউর রহমান কিসলু, শিমুল
হোসেন, শেখ জনি, বুলবুল ফকির, একরাম হোসেন, আকরাম হোসেন, আলতাব হোসেন, আ.
আলিম, আ. রাজ্জাক, আব্দুল আউয়াল, নুরুল আলম শাহীন, জয়নাল আবেদীন, নূর মোহাম্মদ
নাসিম, মো. হ্যামলেট, রাজু, মো. জয়নাল, পান্না, জিয়াউল হক, শ্রমিক নেতা কামাল
হোসেন, তাইজুল হোসেন, গোলাম মোস্তফা, মো. মনসুর, শামীম হোসেন, রইজ, বকুল, মো.
মজিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরিচিতি সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *