মিজানুর রহমান, পাবনা: পাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল,পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট বেলায়েত আলী বিল্লু,অতিরিক্তি জেলা প্রশাসক শরিফ আহমেদ, পুলিশ সুপার জিয়াউর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু, সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট আরেফা খানম শেফালী প্রমুখ।
বক্তারা বলেন,জননেত্রী শেখ হাসিনা একজন দক্ষ, সাহসী, মেধাবী ও মানবতাবাদী দেশ প্রেমিক। তাঁকে ১৮বার বিভিন্ন ভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি দেশের মানুষের কল্যাণে জীবন দিতে প্রস্তুত। তাই দেশের মানুষের স্বার্থেই রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনা’র বিকল্প নেই ।
পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত কন্ঠশিল্পী মেজবাহ বাপ্পী ও লেলিন মুন।
মিজানুর রহমান
পাবনা প্রতিনিধি
২৯.০৯.২৩