• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সাথে চাটমোহর থানার নবাগত ওসির মতবিনিময়

হুমায়ূন কবির ॥ চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেছেন। গত রোববার সন্ধ্যায় তিনি চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেন। এরআগে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময়কালে ওসি জালাল উদ্দিন চাটমোহরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন। তিনি বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার আহবান জানান।
এর আগে গত শনিবার সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে থানার অফিস কক্ষে তিনি মতবিনিময় করেন। মতবিনিময়কালে নবাগত ওসি বলেন, পুলিশ এখন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। থানাকে জনবান্ধব করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পুলিশ। থানাতে কোন কাজের জন্য কেউ কোন টাকা দিবেন না। এসময় তিনি চাটমোহর থানাকে দালালমুক্ত করার অঙ্গিকার ব্যক্ত করেন।
মতবিনিময়কালে থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাসির, এসআই আবুল কালামসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওসি জালাল উদ্দিনের বাড়ি নাটোরের বড়াইগ্রামে। ২০০৭ সাথে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে সন্তানের জনক। চাটমোহর থানায় যোগদানের আগে তিনি আতাইকুলা থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে পাবনা সদর ও ফরিদপুর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। গত ১৬ জুন চাটমোহর থানায় ওসি হিসেবে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *