আনোয়ার হোসেন ॥ পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের ২ নং ওয়ার্ড রানিগ্রামের মোহাম্মদ আলীর বসত ঘরের চালের উপর দিয়ে চাটমোহর পল্লী বিদ্যুত সমিতি ১ নং এর তার টাঙ্গিয়ে দেয়ায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে, ইতিপূর্বে মোহাম্মদ আলীর ২ টি গরু বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এ ব্যাপারে চাটমোহর পল্লী বিদ্যুৎ সমিতি ০১ এর জি এম বরাবর একটি আবেদন দিলেও কোন লাভ হয়নি। এখন মোহাম্মদ আলীর ২ ভাই ও ছেলেরা অন্য যায়গায় যে বারি করবে তারও কোন উপায় নেই। ঘরের উপর থেকে তার সরিয়ে নেওার জন্য বার বার বলে ও কাজের কাজ কিছুই হচ্ছে না। এ ব্যাপারে তিনি পাবনা সদর থানায়ও একটি জিডি করেছেন। সর্বশেষ গত ০৯ জুন ২০২২ ইং তারিখে সকাল ১০ টায় তার বাড়ির সামনে রাস্তার উপর মানববন্ধন করেন।