• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

চাটমোহরে জোনের টিএমএসএসের এএম ও বিএমদের কর্মশালা অনুষ্ঠিত

আঃ খালেক পিভিএম ॥ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের পাবনা জেলার চাটমোহর জোনের অধীন ৪টি এরিয়ার,এএম ও ১৯ টি শাখার,বিএমদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও নতুন,নতুন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ বিষয়ে একদিনের কর্মশালা ৬/৬/২২ তারিখ টিএমএসএসের চাটমোহর জোনের জোনাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপি কর্মশালায় চাটমোহর জোনের জোনাল ম্যানেজার মোঃ ছায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংস্থার দিক নিদর্শনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন ১১ নাটোর ডোমেইনের, ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া। কর্মশালায় টিএমএসএসের মাঠ পর্যায়ের কর্মসূচি বাস্তবায়নের কলাকৌশল নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সাগর কুমার বড়ুয়া নতুন,নতুন কর্ম ও কলাকৌশল নির্ধারন করে সংশ্লিষ্ট এলাকায় কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি সংস্থার বার্ষিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের সে অনুযায়ী কাজ করার আহবান জানান। তিনি তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগাবান করতে সবাই কে কঠোর পরিশ্রমের মাধ্যমে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।কর্মশালায় টিএমএসএসের চাটমোহর জোনের চাটমোহর অঞ্চল প্রধান মোঃ রফিকুল ইসলাম,ফরিদপুর অঞ্চল প্রধান মোঃ আনোয়ার হোসেন,বনপাড়া অঞ্চল প্রধান মোঃ সেলিম রেজা ও বেড়া অঞ্চল প্রধান মোঃ মেহেদী হাসান এবং চাটমোহর জোনের ১৯ টি শাখার বিএমগন উপস্থিত ছিলেন। কর্মশালায় আলোচনা,পর্যালোচনা ও মতবিনিময়ে শেষে সংস্থার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *