বমিজানুর রহমান,পাবনা:
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ওয়ার্ডটির ফারাতপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্য কালে তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের উন্নয়ন এবং অগ্রগতি দ্রুত ত্বরান্বিত হচ্ছে। শুধু তাইনা এক সময়ের অনুন্নত বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আর দেশের এই উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকা বিজয়ের কোন বিকল্প নেই।
তিনি বলেন,বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাই বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মাজেদ মোল্লার সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেল ও সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জয় মাহমুদ জিয়ার পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট বেলায়েত আলী বিল্লু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ,ত্রার্ন ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস সদস্য ও পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মুন্সী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জিয়াউর রহমান, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেন্টু প্রমুখ ।
মিজানুর রহমান
পাবনা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩