• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

কাশিনাথপুরে সন্ত্রাসী সুমনের বিরুদ্ধে মাবনবন্ধন

সংবাদদাতা ॥ পাবনার সাঁথিয়া উপজেলার মরিচপুরান, বেড়া উপজেলার টাংবাড়ি ও মাষ্টিয়া গ্রামের শত শত সাধারণ নিরহ মানুষ সুমন (কাটা সুমন) (২৮) নামের এক ব্যাক্তিকে সন্ত্রাসী দাবি করে তার নির্যাতন থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৩ জুন) বিকালে কাশিনাথপুর ফুলবাগান মোড়ে ওই তিন গ্রামবাসী ব্যানার নিয়ে মানববন্ধন করেছেন। সুমন বেড়া উপজেলার আমিনপুর থানাধীন টাংবাড়ি গ্রামের মনছের প্রামানিকের ছেলে। সে বেড়ার জাতসাকিনী ও সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়নে প্রতিনিয়ত সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে চাচ্ছেন বলে মানববন্ধকারীদের দাবি। তার বিরুদ্ধে সাঁথিয়া ও আমিনপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তারা। মাষ্টিয়া গ্রামের আব্দুল হাই ও রতন জানান, সুমনের অত্যাচারে আমরা দিশেহারা। তাকে পুলিশ আটক করলেও অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। আমরা সন্ত্রাসী, চাঁদাবাজ সুমনের বিচার চাই।
টাংবাড়ি গ্রামের কালু জানান সুমন আমার কাছ থেকে গরুর দুধ রোজ খেয়ে মূল্য পরিশোধ করে না। টাকা চাওয়ায় গরুর বান কেটে দেবার হুমকী দেয়। রতন জানান, সুমন আমার ছেলেকে আটক করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। তারা আরও জানান এলাকার এমন কোন পরিবার নাই যে সে সুমনের অত্যাচারের স্বীকার হয়নি। এর আগে মানববন্ধনকারীরা মরিচপুরান গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি মরিচপুরান সড়ক হয়ে কাশিনাথপুরে উপস্থিত হয়। সেখানে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *