• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

কাব্যশ্রী পুরস্কার-২০২২ ঘোষণা

সংবাদদাতা ॥ সাহিত্য সংগঠন কাব্যশ্রী লেখক চক্র পাবনা প্রথমবারের মত “কাব্যশ্রী পুরস্কার-২০২২” প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে। বুধবার (২২ জুন) বিকালে কাব্যশ্রী লেখক চক্রের সভাপতি ফরিদুজ্জামান মিতুল ইব্রাহীম’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ২৪ জুন আয়োজিত ‘বঙ্গবন্ধু কবিতা উৎসব’ উপলক্ষে সংগঠনটি এ বছর ৪ টি শাখায় ‘কাব্যশ্রী পুরস্কার-২০২২’ দিতে যাচ্ছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মো. রবিউল ফিরোজ, ছোটগল্পে সুমন শামস, প্রবন্ধে ড. মো. মনসুর আলম, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘কার্পাস’ সম্পাদক শফিক আজিজ। কাব্যশ্রী আয়োজিত বঙ্গবন্ধু কবিতা উৎসবে পুরস্কার প্রাপ্তদের ক্রেষ্ট, সম্মাননাপত্র ও উত্তরীয় প্রদান করা হবে।
‘বঙ্গবন্ধু কবিতা উৎসব’ এর উদ্বোধন করবেন কবি, কথাসাহিত্যিক ও গবেষক- মজিদ মাহমুদ। প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আটঘরিয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম রতন এবং তৃতীয় পর্বে প্রধান অতিথি কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো. তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, সাবেক সংসদ সদস্য কবি পাঞ্জাব বিশ্বাস, কবি ফরিদ আহমদ দুলাল, দেবোত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাঈম্মীন হোসেন চঞ্চল, কবি আখতার জামান। কবিকণ্ঠে কবিতা পাঠসহ বিভিন্ন পর্বে আলোচনা করবেন আমন্ত্রিত কবি, সাহিত্যিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসব কমিটির আহ্বায়ক রেহানা সুলতানা শিল্পী ও সংগঠনের সভাপতি ফরিদুজ্জামান মিতুল ইব্রাহীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *