• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

করোনায় আক্রান্ত হলেন আইনমন্ত্রী

ডেস্ক নিউজ ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১১ জুন) আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন বলেও জানান রেজাউল। তিনি বলেন, গত বৃহস্পতিবার মন্ত্রী মহোদয়ের করোনা পজিটিভ আসে। তিনি বর্তমানে বাসায় অবস্থান আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *