• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

এমপি ফিরোজের মা ফিরোজা বেগমের ইন্তেকাল

পিপ (পাবনা) : পাবনা-২ আসনের প্রয়াত সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আহমেদ তফিজ উদ্দিনের পতœী ও বর্তমান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের মাতা মহিয়ষি ও দানশীল নারী হিসেবে পরিচিত ফিরোজা বেগম (৮৮) সোমবার রাত সাড়ে ১০টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার বাদ আসর সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠে তার নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার জানায় হাজারো মানুষ উপস্থিত থেকে দোয়া করেন। পাবনা জেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল রহিম লাল সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *