মিজানুর রহমান, পাবনা:
নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনা জেলার ১৯৫তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) রাতে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এর উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে পাবনা জেলার জন্মদিন পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা আ.লীগের দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান সুইট, উপ দপ্তর সম্পাদক এ্যাড. রিজভী শাওন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রফি, পাবনা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন শুভ, সদর থানার সাবেক ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আরমান হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান রিংকু, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল্লাহ, এডওয়ার্ড কলেজের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জোবায়ের বিশ্বাস অন্তু , জেলা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাসির হোসেন, পিয়াস,শোভন ।
মিজানুর রহমান
পাবনা প্রতিনিধি
১৭ অক্টোবর ২৩