• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

এক বছরে দেশে নতুন কোটিপতি ৯ হাজার

ডেস্ক নিউজ ॥ দেশে কোটিপতি হিসাব নম্বর হু হু করে বাড়ছে। দেশে প্রতিদিন গড়ে কোটিপতি হচ্ছেন ২৫ জন। একবছরে দেশে কোটিপতি আমনতকারীর সংখ্যা বেড়েছে ৯ হাজার ৩২৫টি (বছরে ৩৬৫ দিন হিসাব করলে এ সংখ্যা দাঁড়ায়)। এর ফলে দেশে কোটিপতির মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৫৯৭। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন ২০২২ পর্যালোচনা করে এমন তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলেছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব, বিষয়টি এমন নয়। কারণ ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তার কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *