• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে দুই দিনব্যাপী সুচিত্রা সেন আন্তজার্তিক বেঙ্গলী চলচ্চিত্র উৎসব শুরু : ৪৩৮ টি ছবির মধ্যে প্রর্দশিত হবে ৩৯টি

█ এবিএম ফজলুর রহমান, পাবনা
‘এ শুধু গানের দিন’, ‘এই পথ যদি শেষ না হয়’, ‘তুমি না হয় রহিতে কাছে’ গানের ঠো মেলানো স্বপ্নের নায়িকা সুচিত্রা সেন। সঙ্গে মায়াবী চাহনি, নির্মল হাসি বা মধুমাখা আধো আধো কণ্ঠে অসাধারণ সব সংলাপ। সেই নায়িকার স্মরণে এবার পাবনা, ঢাকা, কোলকাতা, মুম্বাই ছেড়ে সুদুর আমেরিকার নিউইয়র্কের জ্যমাইকা সেন্টারে বাংলাদেশ সময় শনিবার রাত ১১ টায় শুরু হয়েছে উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৯৩তম জন্মদিবস উপলক্ষে দুই দিনব্যাপী আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব।
নিউইর্য়ক সময় ২০ ও ২১ এপ্রিল নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের জমকালো আসরে উপস্থিত রয়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, বাধন, জয় ভারতের ঋতুপর্না সেন, রেশমি মিত্রসহ অন্তত শতাধিক চিত্রনায়ক নায়িকা পরিচালক ও চলচ্চিত্র প্রেমিরা। ঐ  দুদিনই বেলা ১১টা থেকে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই চিত্রনায়ক নায়িকা এবং আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে বসে ছবি এ সব ছবি উপভোগ করবেন।
সুচিত্রা সেন আর্ন্তজার্তিক বেঙ্গলী ফিল্ম ফেষ্টিভ্যাল এন্ড এওয়ার্ড ২০২৪ এর আহবায়ক পাবনার সন্তান শ্রী প্রদীপ কুমার সান্যাল গোপাল বলেন, পাবনার মেয়ে বাংলা চলচ্চিত্রের কালজ্বয়ি নায়িকা সুচিত্রা সেনের অবদানকে পৃথিবীময় ছড়িয়ে দিতে তার ৯৩তম জন্মদিন উপলক্ষে দুদিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই দুই দিনে চলচ্চিত্র নির্মাতারা তাদের ব্যাপক আগ্রহ দেখিয়েছে। ভারত ও বাংলাদেশেসহ পৃথিবীর বিভিন্ন দেশের ৪৩৮ টি ছবি অনুষ্ঠানে প্রদর্শণের জন্য জমা পড়লেও তার মধ্যে থেকে বিচারক মন্ডলীর মাধ্যমে ৩৯টি ছবি প্রদর্শণ করা হচ্ছে।
সুচিত্রা সেন আর্ন্তজার্তিক বেঙ্গলী ফিল্ম ফেষ্টিভ্যাল এন্ড এওয়ার্ড ২০২৪ এর আয়োজকদের অন্যতম বিশিষ্ট সাংবাদিক হাসানুজ্জামান সাকী বলেন, “বাঙালী সাংস্কৃতি, কৃষ্টি কালচারকে বিশ্বে ছড়িয়ে দিতে এবং চলচ্চিত্রের জন্য সুচিত্রা সেনের অবদানকে নতুন প্রজন্মের মানুষের কাছে পৌছে দিতে এই আয়োজন করেছি। আমাদের এই আয়োজনে বাংলা ভাষাভাষী পৃথিবীর সকল মানুষ আগ্রহসহ গ্রহণ করেছে। সুচিত্রা সেনকে মানুষ এখনও কত জনপ্রিয় তা এই আয়োজনে আমরা অনুভব করতে পেরেছি।  
সাকী আরও বলেন, সব আয়োজন সবার জন্য উন্মুক্ত। কোনো প্রবেশ ফি কিংবা টিকেট নেই। শুধু শনি ও রোববার সকাল সকাল এসে জমকালো আয়োজনের প্রবেশ পাশ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
জানা যায়, শেষবার তিনি জন্মস্থান পাবনা এসেছিলেন ১৯৬৮ সালে। পাবনায় যে কোনও রিকশাওয়ালাকে বললেই নিয়ে যাবে গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। এখানেই বাংলা চলচ্চিত্রের উপমহাদেশের কালজ্বয়ি নায়িকা সুচিত্রার সেনের বাড়ি। তবে এবারের সুচিত্রা সেনের জন্মদিনে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। তার ৯৩তম জন্মদিনকে ঘিরে নিউইয়র্কের জামাইকাতে ২০ এবং ২১ এপ্রিল অনুিষ্ঠত হচ্ছে সুচিত্রা সেন আর্ন্তজাতিক ফিল্ম ফেস্টিভ্যাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *