• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

উচু বিল্ডিং থেকে পড়ে প্রবাসির বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে বহুতল ভবন থেকে ছিটকে পড়ে মো. আনোয়ার হোসেন পিছন নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামের বাসিন্দা।

গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে অমল কুইন নামে এলাকায় একটি বহুতল ভবন থেকে ছিটকে পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় সালাম মিয়া নামে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অপর এক বাংলাদেশী শ্রমিকেরও মৃত্যু হয়েছে।

এদিকে আনোয়ার হোসেনের মৃত্যুর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। পরিবারসহ স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। প্রবাসী আনোয়ারের পরিবারে মা ছাড়াও স্ত্রী, এক ছেলে এক মেয়ে রয়েছে।সরকারি ব্যবস্থাপনার দ্রুত যেন তার লাশ দেশে আনা হয় সেই দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরাসহ এলাকার মানুষ।

নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতে যান।
সেখানে তিনি অমল কুইন এলাকার একটি প্লস্টিক কারখানায় কর্মরত ছিলেন। সেখানে বহুতল ভবন থেকে ছিটকে পরে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী লাকী আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি এখন আমার দুই সন্তান নিয়ে কিভাবে কি করবো। আমি তো অসহায় হয়ে পড়েছি।

নিহতের মা জাহানারা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘জীবনের বড় একটা অংশ বিদেশে কাটিয়েছে আমার বাপজান। সে বলেছিলো একেবারে দেশে ফিরে আসবে। এখন আর সে জীবিত আসবে না। আসবে তার লাশ। আপনারা আমার ছেলের লাশ আনার ব্যবস্থা করে দেন।’
উপজেলা মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আলমগীর ভূঁইয়া বলেন, ‘আনোয়ার ৯০ এর দশকে ছাত্রলীগ নেতা ছিলো। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়লো। দ্রæত লাশ ফিরিয়ে আনতে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি কামনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *