• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ঈশ্বরদীতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক

ঈশ্বরদী (পাবনা)
ঈশ্বরদীতে গভীর রাতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের সদস্যরা।

গতকাল সোমবার রাত ২টার দিকে উপজেলার মুলাডুলি বাজারে নাটোর-ঈশ্বরদী মহাসড়কে চলাচলকারী হানিফ পরিবহন নামের বাসে এ অভিযান পরিচালনা করা হয়। বাসটি ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল।

গ্রেপ্তার ব্যক্তির নাম আরাফাত হোসেন (৩২)। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ হারুনের ছেলে। অধিদপ্তর বলছে, গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ’খ’ অঞ্চলের (ঈশ্বরদী) সদস্যরা। অধিদপ্তরের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শনিবার গভীর রাতে মুলাডুলি বাজারের কাছে তল্লাশিচৌকি বসানো হয়। এসময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা হানিফ পরিবহনে তল্লাশি করে। তল্লাশির সময় বাসযাত্রী আরাফাতের কাছে রক্ষিত একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাকে আটক করে। আটক ইয়াবার মূল্য ৬ লাখ টাকা।

ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন জানান, আসন্ন ঈদে মাদকের বিস্তাররোধে বিশেষ কর্মসূচি অংশ হিসেবে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান জোরদার হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে ঈশ্বরদী থানায় মামলা হয়েছেঈশ্বরদীতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *