• Thu. Oct 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ঈশ্বরদীতে যত্রতত্র গড়ে উঠেছে মদের বার

আনোয়ার হোসেন ॥ নেশার অন্ত নাই, নামেরও শেষ নাই। পাবনা জেলার ঈশ^রদী উপজেলায় লাইসেন্স করা বাংলা মদের বার ২ টি, রাশিয়ান বার ১ টি। এর পাশাপাশি পাকশী, রূপপুর, নতুনহাট, জয়নগরসহ বিভিন্ন এলাকায় ব্যঙের ছাতার মত গজিয়ে উঠছে আরো প্রায় অর্ধ ডজন বিদেশী মদের বার। রাশিয়ানদের বাস ভবনের সামনের হোটেল, রেস্তোরাগুলোতে চলছে অবাধে মদ বেচা-কেনা। যে যেমনকরে পারছে সেভাবে বিক্রি করছে দেশী-বিদেশী মদ। যেন দেখার কেউ নেই। যেন-তেন ভাবে খাবার তৈরী করে হোটেল বানিয়ে সেখানেও চলছে নেশার কারবার। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মদ। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *