মাদকের স্বর্গরাজ্য খ্যাঁত ঈশ্বরদীর ব্লাক পাড়ার সুইপার কলোনি, রেলগেটর এপারে ওপারে দুধারে কারতিক , গবিন্দ, নিজাম, বকুল ও পুটলার বউ সহ ৭/৮ জন মিলে কুষ্টিয়ার ভেরামারা, নাটোরের লালপুর ও গপাল্পুর সহ বিভিন্ন এলাকা থেকে চোলায় মদ কিনে এনে জমজমাট আসর বসিয়ে পান করে ও বিক্রি করে। তাদের সাথে কিছু বহিরাগত লকজন এসে চোলাই মদ পানের আসরের পাল্লা ভারি করে। দূর দুরান্ত থেকে আগত লকজন নিজেরা বসে ইচ্ছেমত পান করে বেহুস হয়ে পরে থাকে, আবার কেউবা বাড়ি ফেরার পথে পলিথিনে করে বা সেভেন উপ এর বোতলে করে বাড়ি নিয়ে পান করে। এতে করে তাদের সংসার জীবনে নেমে আসে অশান্তির ঝর, কেউ আবার সামির সাথে ঝগড়া করে চলে যায় বাপের বাড়ি। (আনোয়ার হোসেন)