• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ঈদকে সামনে রেখে পাবনায় মামুন মটরসের নতুন আউটলেট উদ্বোধন


পাবনা প্রতিনিধি:
ঈদকে সামনে রেখে টিভিএস মোটরসাইকেলের পাবনার পরিবেশক স্বনামধন্য মামুন মটরসের নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে পাবনার পি.আই রোর্ড রাধানগরে নতুন এই আউটলেট ফিতা কেটে আউটলেটের উদ্বোধন করেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি ও চেম্বার অব কমার্সের পরিচালক এবিএম ফজলুর রহমান ও মামুন মটরসের সত্ত্বাধিকারী নূর মোহাম্মদ আজাদ খান চিশতী।

উদ্বোধনকালে অতিথিবৃন্দরা বলেন, পাবনায় মামুন মটরসের বেশ সুনাম রয়েছে। এই সুনাম ও খ্যাতি তারা অব্যাহত রাখবে। বরং সুনাম আরও বৃদ্ধিতে ভূমিকা রাখবে। পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তাদের ব্যবসায়িক সব ধরনের সহযোগিতা করবে।এর আগে দ্বীপচর খাজানগর সিদ্দিকীয়া মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় মোনাজাত পরিচালনা করেন আরিফপুর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের খতিব- হাফেজ মওদ মোঃ আতিকুর রহমান ।

মাসুদ রানা
পাবনা
২৮ মার্চ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *