• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ইরানে জন্মদিনের অনুষ্ঠানে বিস্ফোরণে শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের তেহরানে একটি জন্মদিনের অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় চার শিশুসহ আটজন নিহত হয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, মঙ্গলবার (১৪ জুন) তেহরানের পশ্চিম দিকে অবস্থিত আন্দিশেহ শহরে একটি আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর ধোঁয়ায় দম বন্ধ হয়ে আটজনের মৃত্যু হয়। তেহরান রেড ক্রিসেন্টের কর্মকর্তা শাহিন ফাথি ইরনাকে বলেন, সাতজন ঘটনাস্থলেই মারা যায়। তিন বছরের এক শিশু হাসপাতালে মারা গেছে। এ নিয়ে কাউন্টি প্রসিকিউটর হামিদ আসগারি বলেন, আগুন দ্রুত পুরো রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *