রবিউল রনি: বৃক্ষ মেলা আয়োজিত সাত দিনব্যাপী অনুষ্ঠানে ইছামতি থিয়েটার তার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভাস্কর চৌধুরী নির্দেশিত ও সুলতান মোহাম্মদ রাজ্জাক রচিত নাটক ‘শিরোনামহীন’ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মঞ্চে প্রদর্শন করে । নাটকটিতে অভিনয় করেন ভাস্কর চৌধুরী, রবিউল রনি, আকরাম হোসেন, শ্রেষ্ঠ, আরমান, অপু, অনুরাজ প্রমূখ। এরপরে সংগীত পরিবেশন করে সংগঠনের সদস্য সদস্য ও অতিথি শিল্পী বর্ষা, রিঝি শাপলা আকরাম ও তবলায় ছিলেন নাফিজ রওনক।