• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আমিনপুরে পুকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আমিনপুর সংবাদদাতা ॥ আমিনপুর থানাধীন আমিনপুরে পুকুর থেকে মাঝবয়েসী একজন ব্যক্তির বৃদ্ধের মৃত্য দেহ উদ্ধার করছে থানা পুলিশ ০২ জুন শুক্রবার পাবনার আমিনপুর থানার আহাম্মদপুর ইউনিয়নের আহাম্মদপুর দক্ষিণচর গ্রামে দুপুর ৩.০৫ ঘটিকায় মোঃ সোবহান খান, পিতা মৃত আঃ গনি খান এর বাড়ির পাশ্ববর্তী পুকুর থেকে উদ্ধারের এই ঘটনা ঘটে।
এই মৃত্যু দেহটি অজ্ঞাতনামা বলে আমিনপুর থানার পুলিশ জানিয়েছেন।
পুলিশ জানিয়েছেন শুক্রবার বিকাল চার ঘটিকার সময় খবর পেয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলির নির্দেশনায় এস আই ব্রজেশ্বর বর্মনের নেতৃত্বে সঙ্গীও, ফোর্স সহ ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় পরিচয়হীন মৃত্যু ব্যক্তির লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর বরাতদিয়ে স্থানীয় ভাবে জানাগেছে যাঝবয়োসী এই ব্যক্তিটি মানষিক ভারসাম্যহীন ছিলেন। সে অত্র গ্রামে (তিন,চার) দিন পূর্বে এসে এলাকায় অবস্থান করছিল। মৃত্যু ব্যক্তিটির পরিচয় জানা যায়নি। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী জানিয়েছেন,যদি কোনো ব্যক্তি পুকুরে পরে মৃত্যু ব্যক্তির লাশের পরিচয় জানাতে পারেন,নিম্নের মোবাইল নম্বরে ০১৩২০-১২৮৮৪৬, ০১৩২০-১২৮৮৬৮ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলেও মৃত্য ব্যক্তির নাম পরিচয় না পাওয়ায়, ০৩ মে ২০২২ শনিবার পোষ্টমাটাম শেষে লাশ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুলের তত্বাবধানে দাফনকাজ সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছেন এস আাই বজেশ্বর বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *