আমিনপুর সংবাদদাতা ॥ গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আমিনপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলীর নির্দেশনায়, এসআই ব্রজেশ্বর বর্মনের নেতৃত্বে এসআই আছাদ, এসআই শাহিন আলম, এসআই আকবুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন আমিনপুর থানার চর গোবিন্দপুর গ্রামের ডোলভিটা এলাকায়। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাছেমের বসতবাড়ির দুটি স্থানে পুতে রাখা অবস্থায় এক কেজি গাজা উদ্ধার করেন পুলিশ।
পরে উদ্ধারকৃত গাঁজা এবং মাদক ব্যবসায়ী মাছেমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, আটককৃত ব্যাক্তিকে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং আমাদের এ অভিযান অব্যাহত আছে।