• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আমাদের দলের নেতা কর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন -তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ ॥ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী প্রশাসনসহ আমাদের দলের সবাইকে ঝাপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছিলেন, বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। তিনি সেনাবাহিনীকে কাজে লাগিয়েছেন। আমাদের দলের নেতাকর্মীরা নিজেরাই বন্যায় প´াবিত। তাদেরও ঘরবাড়ি ডুবে গেছে। এরপরেও প্রশাসনের পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। সোমবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়ের সময়ে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আমাদের দলের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড´েছেন। আর অন্যদিকে দেখা যাচ্ছে নয়াপল্টনে বসে, বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এবং প্রেসক্লাবে বসে বিএনপি’র নেতারা নানা ধরনের কথা বলছেন। রাজনীতি তো হচ্ছে মানুষের কল্যাণের জন্য, দেশ, সমাজ এবং মানব সেবার জন্য। সেটি না করে তারা বসে বসে কথা বলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *