• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে—-পাবনায় এডিজি ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান


পাবনা, ১৯ আগস্ট
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান,বিজিবিএম,
পিবিজিএম(বার),এনডিসি বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে
আরো যুগোপযোগী এবং আধুনিক মানের করে গড়ে তোলা হচ্ছে। এজন্য
বাহিনীর প্রশিক্ষণ কর্মকান্ড জোরদার করা হয়েছে। তিনি বলেন, বাহিনীর
উদ্যোগে পুরুষ এবং নারী সদস্যদের জন্য কারিগরিসহ যুগোপযোগী প্রশিক্ষণ
দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণ নিয়ে পুরুষের পাশাপাশি নারীরাও নিজেরা সাবলম্বী হবেন
এবং দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে অবদান রাখবেন। অতিরিক্ত মহাপরিচালক
শনিবার(১৯ আগস্ট) পাবনা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৩ জেলার মৌলিক
প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যাদের ৭৫ দিন ব্যাপি সেলাই, ফ্যাশন ও নকশী কাঁথা
তৈরী প্রশিক্ষণ শিবির পরিদর্শনকালে এ কথা বলেন। জেলা আনসার ও ভিডিপি
কার্যালয়ে গত ১৩ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে পাবনা, সিরাজগঞ্জ এবং
বগুড়া জেলার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন । পাবনার জেলা কম্যান্ড্যান্ট মো.
সাজ্জাদ মাহমুদ, পিভিএমএস , সার্কেল অ্যাডজুটেন্ট আসিফ ইকবাল, সদর
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ উপস্থিাত ছিলেন।
একইদিন দুপুরে অতিরিক্ত মহাপরিচালক পাবনার ঈশ্বরদীতে মানিকনগর
প্রশিক্ষণকেন্দ্রে ২১ দিন ব্যাপি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এবং ৪২
দিন ব্যাপি পুরুষদের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ শিবির পরিদর্শন করেন। এসময়
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে
সুখি সমৃদ্ধ দেশ গড়ায় অবদান রাখার আহবান জানান। এসময় পাবনার জেলা
কম্যান্ড্যান্ট মো. সাজ্জাদ মাহমুদ, পিভিএমএস , সার্কেল অ্যাডজুটেন্ট আসিফ
ইকবাল, ঈশ্বরদী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অনোয়ার হোসেন,
প্রশিক্ষণ ও শিবির প্রশিক্ষণ কর্মকর্তা ও আটঘরিয়া উপজেলা আনসার ভিডিপি
কর্মকর্তা জেসমিন সুলতানা, সাঁথিয়া উপজেলা প্রশিক্ষক মনিরুল ইসলাম,
্ধসঢ়;ঈশ্বরদী উপজেলা প্রশিক্ষক মো. এরশাদ আলী, সদর উপজেলা প্রশিক্ষক লুৎফর রহমান,
ভাঙ্গুরা উপজেলা প্রশিক্ষক সামিউল ইসলাম, ফরিদপুর উপজেলা প্রশিক্ষক রাকিবুল

ইসলাম সজিব প্রমুখ উপস্থিাত ছিলেন। গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া ভিডিপি
মৌলিক প্রশিক্ষণে ১০০ জন এবং ৭ আগস্ট থেকে শুরু হওয়া মোটর ড্রাইভিং
প্রশিক্ষণে ৪০ জন ভিডিপি সদস্য অংশ নেন।
বার্তা প্রেরণ :
গণসংযোগ শাখা
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, পাবনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *