• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আতাইকুলা থানাধীন দুবলিয়া স্থায়ী পুলিশ ক্যা¤েপর গোলঘর, ব্যারাকের সংস্কার ও মেরামত কাজের শুভ উদ্বোধন এবং ফলক উম্মোচন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রোকনুজ্জামান সরকার, আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মো: জালাল উদ্দিন, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল আলীম মোল্লা, আউয়াল কবীর জয়, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ শেখ রাসেল আলী মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *