আটঘরিয়া প্রতিনিধি ॥ পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুলবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত ১৫ জুন বুধবার একদন্ত ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার সুলতান আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একদন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
খেলাটির শুভ উদ্ভোধন করেন একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল সরদার। খেলার শুরুতে কোরান তেলওয়াত করেন চাঁন্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছালমা খাতুন। এতপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর পর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে।
খেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্ট এ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে চাঁন্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু টুর্ণামেন্ট এ গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্ট এ রানারস আপ হয়েছে একদন্ত বারই পারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলাটি পরিচালনা করেন সহকারি শিক্ষক আব্দুল্লাহ খান, সাকেরুল ও আব্দুর রব। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র/ ছাত্রী ও সুধিজন উপস্থিত ছিলেন।