স্পোর্টস ডেস্ক ॥ তিনি যে সত্যিই ফ্রেঞ্চ ওপেনের রাজা সেটি বুড়ো বয়সেও আবার প্রমাণ করেছেন রাফায়েল নাদাল। বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন এই স্প্যানিশ তারকা। আগজ রোববার (৫ জুন) ক্যাস্পার রুডকে হারাতে পারলেই সবচেয়ে বেশি বছর বয়সে (৩৬) ফ্রেঞ্চ ওপেন টেনিস জয়ের স্বাদ পাবেন নাদাল। বর্তমানে এই রেকর্ডের মালিক স্প্যানিশ খেলোয়াড় আন্দ্রেস গিমেনো। ৫০ বছর আগে ৩৪ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন তিনি। তাই আগামীকাল রুডকে হারাতে পারলেই নতুন রেকর্ড গড়বেন নাদাল। রোলাঁ গারোয় ১৪তম বারের মতো ফাইনাল খেলতে নামবেন ২১ গ্র্যান্ড স্লামজয়ী এই টেনিস খেলোয়াড়। ১৭ বছর আগে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলেছিলেন নাদাল। সব মিলিয়ে ৩০তম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলবেন তিনি। কাল ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলেই অবসরের ঘোষণা দিতে পারেন নাদাল। বেশ কয়েক বছর ধরে পায়ের চোট তাঁকে ভোগাচ্ছে। প্রতিদিন চোটের জায়গায় ইনজেকশন নিয়ে অবশ করে খেলছেন তিনি।