• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে পাবনায়  মানববন্ধন অনুষ্ঠিত। 

জাহাঙ্গীর হোসেন, পাবনা জেলা প্রতিনিধি,   কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কনজুমারস এ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার ২০ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান‘র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ‘র সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, মাছরাঙা টিভির  বিশেষ প্রতিনিধি উৎপল মীর্জা,পাবনা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, জেলা কৃষক লীগের সহ সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান, অগ্রণী ব্যাংক লিঃ এর সাবেক জিএম নাছির উদ্দিন, শহীদ এম মনছুর আলী ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. আল আমিন, সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম,সেলিম নাজির  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, ক্যাব পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল,আইন বিষয়ক সম্পাদক এডঃ জাকির হোসেন , মহিলা বিষয়ক সহ সম্পাদক মহিমা মাহি, কার্যকরী সদস্য মাহবুবা কাজল, রানা গ্রুপের জেনারেল ম্যানেজার মোনায়েম খান, কর্মকর্তা শহিদুল ইসলাম, পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম, , কৃষিবিদ নাজিম উদ্দিন, পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাব‘র সেক্রেটারী রবিউল করিম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, দৈনিক পাবনার বানী ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি নবী নেওয়াজ ও ফরিদপুর উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম রনি,দৈনিক ভোরের দর্পণ জেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ, সাংবাদিক আব্দুল কাদের, সাংবাদিক রবিউল ইসলাম, সাংবাদিক করুনা নাসরিন, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, উত্তরণ সাহিত্য সংগঠন পাবনার সহ সভাপতি মাসুদ হাসান রনি ও সহ সাহিত্য সম্পাদক মনজু আরা ইয়াসমিন, সাংবাদিক জেসমিন খাতুন,সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, জীবনবীমা কর্পোরেশনের ডিও আজিজা পারভীন, বিং হিউম্যান বাংলাদেশ  এর সভাপতি শোআইব আহমেদ, সদস্য টিপু সুলতান, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম, বিশিষ্ট ব্যাবসায়ী রেজাউল ইসলাম প্রমুখ। মানববনন্ধ শেষে উপস্থিত সদস্য এবং আব্দুল হামিদ রোডের বিভিন্ন দোকানে ভোজ্যতেল বাজারজাতে অস্বাস্থ্যকর অনিরাপদ এবং ফুডগ্রেড বিহীন ড্রাম ব্যবহার কেন নিষিদ্ধ ? সম্বলতি লিপলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *