• Thu. Oct 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

অবৈধভাবে পদ্মার শাখা নদী হতে বালু উত্তোলনের সময় বালু মহল চক্রের (১২) সদস্যকে গ্রেফতার।

১।       র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

২।      এরই ধারাবাহিতায় সিপিসি-২,পাবনা  র‍্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন বিলকেদার দাদাপুর এলাকায় পদ্মার শাখা নদী হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন পূর্বক ক্রয়-বিক্রয় করছে।

৩।      উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা র‍্যাবের আভিযানিক দল র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার একটি চৌকষ আভিযানিক দল গত ০৪ মে, ২০২৪ তারিখ ১৬.২৫ ঘটিকায় পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পদ্মার শাখা নদীর বিলকেদার দাদাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে  বালু উত্তোলনকারী চক্রের সদস্য ধৃত আসামী ১। মোঃ জামিরুল ইসলাম (৪২), পিতা-মৃত তোফাজ্জল হোসেন প্রামানিক, সাং-বিলকেদার, ২। মোঃ রুমন হোসেন (১৯), পিতা-কামিরুল প্রামানিক, সাং-বিলকেদার, ৩। মোঃ বাধন হোসেন (১৯), পিতা-বাবলু মালিথা, সাং-বিলকেদার, ৪। মোঃ ইমন ইসলাম (১৯), পিতা-মোঃ নাজমুল হোসেন, সাং-ভেলুপাড়া, ৫। মোঃ ইমরান মালিথা (২৯), পিতা-মৃত নান্নু মালিথা, সাং-নতুন রুপপুর, ৬। মোঃ ফয়সাল হোসেন (৩২), পিতা-মৃত ফজলুল হক, সাং-ফতেপুর, ৭। মোঃ শুভ (২৪), পিতা-মৃত আঃ সামাদ আলী, সাং-সাহাপুর, ৮। মোঃ মোহন মোল্লা (২৯), পিতা-মোঃ খায়রুল মোল্লা, সাং-চর রুপপুর জিগাতলা, ৯। মোঃ সিয়াম হোসেন (১৯), পিতা-মোঃ লিয়াকত আলী, সাং-আলহাজ্ব মোড়, সর্ব থানা-ঈশ্বরদী, ১০। মোঃ মাসুম আলী (৩০), পিতা-মোঃ ইব্রাহিম, সাং-নাগদাহ (স্কুলপাড়া), ১১। মোঃ সাগর (১৯), পিতা-মোঃ আকব্বর, সাং-নাগদহ, উভয় থানা-আটঘরিয়া, ১২। মোঃ রজমান প্রাং (২০), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-মির্জাপুর, থানা-পাবনা সদর, সর্ব জেলা-পাবনাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ০১টি ভেকু মেশিন, ০৩ টি বড় ড্রাম ট্রাক, ০২টি ছোট ড্রাম ট্রাক ও নগদ ১৫,০০০/- টাকা উদ্ধার করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উল্লেখিত আসামীগণ দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে পদ্মার শাখা নদী হতে বালু উত্তোলন পূর্বক ক্রয়-বিক্রয় করে আসছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *